নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ মাঘ মাসের ঠান্ডায় জবুথুবু শহর বহরমপুর। তবে সেখানে উষ্ণতা ছড়িয়েছে রাজনীতি। চলতি মাসের শেষ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর ও ফেব্রুয়ারীর প্রথম দু’দিন দলের কর্মসূচি উপলক্ষে মুর্শিদাবাদে থাকার কথা কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর। দুই হেভিওয়েট রাজনীতিবিদের সফর ঘিরে ঘুম উড়েছে প্রশাসনের কর্তাব্যক্তিদের। অন্যদিকে লোকসভা ভোটের মুখে ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে নানান তথ্যে রাজনৈতিক তর্কে মেতেছে শহরবাসী।
সামনের সপ্তাহের বুধবার ৩১ শে জানুয়ারী বহরমপুর স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের বহরমপুর-সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার বলেন, “উপহারের ডালি হাতে জেলায় আসছেন মুখ্যমন্ত্রী।” জেলা প্রশাসনের এক শীর্ষকর্তা বলেন, “আসার কথা আমরাও শুনছি। কিন্তু সরকারিভাবে কোনও তথ্য নেই।” বুধবার বিকেল চারটের সময় তাঁর জনসভা হবে। সেখানে তৃণমূলের দুই সাংগঠনিক জেলার নেতৃত্বই উপস্থিত থাকবেন। অপূর্ব বলেন, “ প্রায় বিশ পঁচিশ হাজার মানুষকে সেদিন সরকারি পরিষেবা প্রদান করবেন দিদি।”
তারপরের দিনই মুর্শিদাবাদে কংগ্রেসের “ভারত জোড়ো ন্যয় যাত্রা” কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি উপলক্ষে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর উপস্থিত থাকার কথাও জানিয়েছে কংগ্রেস। দু তারিখেও জেলায় কর্মসূচি রয়েছে রাহুলের। মুর্শিদাবাদ হয়ে মালদহ যাওয়ার কথা তাঁর। স্বাভাবিকভাবেই নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। একই সঙ্গে রাহুলের সফর মুর্শিদাবাদে কণ্টক মুক্ত হবে কি না তা নিয়ে চিন্তায় কংগ্রেস শিবির।
২৫ তারিখ যদিও প্রায় নির্বিঘ্নেই কোচবিহার পৌঁছেছেন রাহুল গান্ধী। সেখানে তাঁর এই পদযাত্রায় মানুষের ঢল নেমেছে বলেও দাবি করেছেন নেতারা। কাল প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দু’দিন পদযাত্রা বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তাঁরা। নেতাদের দাবি, রবিবার আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে ফের ন্যয় যাত্রা শুরু হবে। এর আগে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় জেলা সফরে আসেননি রাহুল গান্ধী। এবারেও তিনি জেলায় আসবেন কি না তা নিয়ে যদিও দোটানায় কংগ্রেসের কর্মীরা।
আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় একলা লড়াইয়ের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিন সাতেক আগে কালীঘাটে জেলার নেতাদের নির্দেশ দিয়েছিলেন জঙ্গিপুর, মুর্শিদাবাদ আসন দুটি যেন হাত ছাড়া না হয় সেদিকে নজর দিতে হবে। নেতাদের জনসংযোগ বাড়ানোর পরামর্শও সেদিন দিয়েছিলেন ‘দিদি’। একইসঙ্গে বহরমপুর লোকসভাও এবার যাতে তাঁদের দখলে আসে তারজন্য নেতাদের টোটকা দিয়েছিলেন মমতা। রাহুল গান্ধীর মুর্শিদাবাদ সফরের আগে জেলা সফরে এসে ফের নতুন কোনও নির্দেশ দেন কি না সে দিকেই তাকিয়ে আছেন তৃণমূলের নেতারা।