Mamata 21 Speech কর্মীদের সেবার পরামর্শ মমতার

Published By: Imagine Desk | Published On:

Mamata 21 Speech একুশের মঞ্চ থেকে তৃণমূলের কর্মীদের জনসেবার  পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় Mamata Banerjee । এদিন একুশের মঞ্চে মমতা বলেন, “‘বিত্তবানদের নয়, বিবেকবানদের দল হতে হবে তৃণমূলকে। আমি দলে বিত্তবান লোক চাই না। বিবেকবান লোক চাই। কেন জানেন? পয়সা আসে, চলে যায়। কিন্তু সেবার কোনও বিকল্প নেই।’’ অর্থে মন না দিয়ে কর্মীদের সেবায় মন দিতে বলেছেন মুখ্যমন্ত্রী Chief Minister । রাজ্যে নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতির অভিযোগে বারবার তুলকালাম হয়েছে রাজ্য রাজনীতি। এবার কর্মীদের অর্থনৈতিকভাবে স্বচ্ছ থাকার নির্দেশ দিয়েছেন মমতা।

মমতা বলেন, “‘‘আমি চাই আপনারা গরিব থাকুন। তার মানে ঘরে যা আছে, সেটা খেয়ে বেঁচে থাকুন। লোভ করার দরকার নেই।’’  এদিন কারও বিরুদ্ধে অভিযোগ এলে কার্যত দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মমতা। তিনি বলেছেন, ” নেতা-কর্মীদের শাসন করার ভঙ্গিতে মমতা বলেছেন, ‘‘যেন কারও বিরুদ্ধে দল কোনও অভিযোগ না পায়! অভিযোগ পেলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে।’’

দুর্নীতির অভিযোগ নিয়ে মমতা বলেছেন,  ‘‘আমরা দুর্নীতির কাছে মাথা নত করব না। এটা আজকে শপথ নিন। আমরা লড়াই করব।’’ তার পরেই তিনি বলেন, ‘‘বৃষ্টি গায়ে লাগল তো? এ তো স্নান করলে ধুয়ে যাবে, কিন্তু নোংরা গায়ে লাগলে সেটা ধোয়া যায় না। কেউ যেন আপনাকে লোভী বানাতে না পারে। আমাদের শপথ নিতে হবে, দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়। যাঁরা নির্বাচিত হয়ে মানুষের সেবা করবেন না, তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক রাখব না।’’