Malta Farming ভিটামিন সি সমৃদ্ধ মাল্টা চাষ ডোমকলের মাটিতে

Published By: Imagine Desk | Published On:

Malta Farming মামুন আব্দুল কায়েম, ডোমকলঃ মাল্টা চাষ করে বিকল্প চাষে দিশা দেখাচ্ছেন ডোমকলের এক যুবক। মাত্র তিন বছর আগে শুরু করেছিলেন এই মাল্টা লেবু চাষ। দেড় বিঘা জমিতে চাষ করেই নতুন করে আয়ের দিশা দেখছেন ওই কৃষক। মাল্টা আসলে কমলার মতোই দেখতে একটি ফল। ভিটামিন সি তে সমৃদ্ধ এই ফলে রয়েছে একাদিক কার্যকরী পুষ্টিগুণ। তবে কমলালেবুর সাথে এর পার্থক্য আছে। কমলা যেরকম কোয়াতে হয়। মাল্টা তা নয়।

মূলত থাইল্যান্ডের একটি বিশেষ ফল জাম্বুরা এবং কমলা এই দুই ফলের সংকরায়নের মাধ্যমে তৈরি হয়েছে মাল্টা। ডোমকলের ডুবাপাড়া এলাকায় কৃষি জমিতে চাষ হচ্ছে এই মাল্টার। প্রায় ১০০টি গাছ লাগিয়েছেন ওই যুবক। কীভাবে চাষ করছেন মাল্টা। ভিয়েতনামের এই মাল্টা কিনতে চাহিদা রয়েছে ভালোই। ব্যবসায়ীরা নিজেরাই বাগান থেকেই এই ফল নিয়ে যাচ্ছেন। এর আগেই জলঙ্গিতে এই মাল্টা চাষের খবর মিলেছিল। সেই ভাবেই এবার ডোমকলে মাল্টা চাষ করে আয়ের দিশা দেখছেন ওই যুবক।