Maldaha Dakshin Lok Sabha মুখে গান্ধীর নাম নিয়ে ফারাক্কায় শুক্রবারের ভোটপ্রচার শুরু করলেন মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী । এদিন সকাল থেকেই ফারাক্কায় প্রচারে নেমেছেন শ্রীরূপা । শুক্রবার সকালে ফারাক্কার গান্ধী ঘাটে গান্ধী মূর্তিতে মাল্যদান করে শুরু করেন প্রচার । এরপর কখনও পায়ে হেটে আবার কখন গাড়িতে করে মালদা দক্ষিণের (Maldaha Dakshin Lok Sabha) বিজেপি ( BJP) প্রার্থী সারলেন জনসংযোগ। শ্রীরূপার দাবি, মোদীর উন্নয়নই প্রচারে হাতিয়ার তাঁর । তবে একই সাথে বিজেপি প্রার্থীর মুখে শোনা গিয়েছে মহাত্মা গান্ধীর ( Mahatma Gandhi) কথাও।
আরও পড়ুনঃ INDIA Alliance: অধীর, অভিষেক তরজায় কেন্দ্র সেই ইন্ডিয়া !
এদিন শ্রীরূপা বলেছেন, “অহিংসার প্রতীক মহাত্মা গান্ধীর কাছে প্রেরণা নিয়ে গান্ধীঘাট থেকে আজকের প্রচার শুরু করছি “ । মালদা দক্ষিণের (Maldaha Dakshin Lok Sabha) এই প্রার্থীর দাবি মানুষ জানেন “ দুয়ারে দুয়ারে নির্ভয়া দি আছে, মোদী জী আছে। সেটাই প্রচার”। এবার এই আসন নিয়ে বেশ আশাবাদী মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী।
আরও পড়ুনঃ Berhampore Loksabha : দুই হিরের একটা বহরমপুরে ?
২০১৯ সালে মালদা দক্ষিণে (Maldaha Dakshin Lok Sabha) ভারতীয় সাধারণ নির্বাচনে লড়েছিলেন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী, বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী, তৃণমূলের মোয়াজ্জেম হোসেন। ত্রিমুখী লড়াইয়ে জেতেন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। এবার তৃণমূল প্রার্থী করেছে শাহনাওয়াজ আলী রায়হানকে। আর কংগ্রেস প্রার্থী করেছে ইশা খান চৌধুরীকে। বিজেপির হয়ে এবারও লড়ছেন ইংলিশবাজারের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী।