Malda Panchyet আগ্নেয়াস্ত্র পাচার চক্রে নাম উঠে এলো তৃণমূল TMC পঞ্চায়েত সদস্যের। জিআরপির হাতে গ্রেপ্তার মালদার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত সদস্য। গত ২৭ শে অক্টোবর দুপুর বেলায় নিউ ফরাক্কা রেল সাবওয়ে থেকে গ্রেপ্তার করা হয় তৌসিভ আলীকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও ৪টি ম্যাগাজিন। সে মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা। তাঁকে হেফাজতে নিয়ে পঞ্চায়েত সদস্য আব্দুল রসিদের নাম পায় জিআরপি। জিআরপি মালদা থেকে গ্রেপ্তার করে আব্দুল রসিদকে।
Malda Panchyet এই রকম আরও খবরঃ
Gouri Shankar Ghosh মালদা-মুর্শিদাবাদ কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি বিজেপির
জিআরপি Government Railway Police সূত্রে জানা গিয়েছে ধৃত স্বীকার করেছে এই আগ্নেয়াস্ত্র বাংলাদেশ পাচারের ছক ছিল। রবিবার ধৃতকে সাত দিনের হেফাজতের আবেদন করে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় জিআরপি।