নিজস্ব সংবাদদাতা,সুতিঃ ট্রেন-বাস হোক কিংবা রাস্তার মোড়। মিনিটের পর মিনিট, ঘণ্টার পর ঘণ্টা চলে স্ক্রোলিং। সেখানে চলে রিল। আর এই রিল দেখার দৌরাত্মে বেড়েছে রিল বানানোর উৎসাহও। ছোট থেকে বড় রিল ভিডিওতে মজেছে গোটা দুনিয়া। এবারে সেই রিল ভিডিও বানাতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল তিন কিশোরের।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আর দুইজন। বুধবার দুপুরে সুতির আহিরণ ব্রিজের উপর ভিডিও রিল বানাতে গিয়ে ঘটে বিপত্তি। জানা গিয়েছে, সুতির সাহা পাড়ার বাসিন্দা, পাঁচবন্ধু বুধবার আহিরন ব্রিজে ঘুরতে এসেছিল। ব্রিজের উপর উঠে রেল লাইনের মাঝে মোবাইল ফোন হাতে বানাচ্ছিল ভিডিও রিল। সেই সময় লাইনে চলে আসে মাল গাড়ি। কিছু বুঝে ওঠার আগেই মালগাড়ির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনেরই। ঘটনায় আহত হয় বাকি দুজন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এদিন চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।