কুয়াশার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর তাড়া মাধ্যমিক পরীক্ষার্থীদের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে সেই পরীক্ষা। সকাল থেকে কুয়াশা চাদরে ঢাকা পথ ঘাট। তারমধ্যেও মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ মেনে ইতিমধ্যে স্কুলে পৌঁছে গিয়েছেন শিক্ষকরা। ব্যস্ত শিক্ষা ভবনের কর্মীরা। রাস্তায় বাইকে, চার চাকায়, বাসে ট্রেকারে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর ব্যস্ততা শুরু হয়েছে পরীক্ষার্থীদেরও।

মুর্শিদাবাদ জেলায় প্রায় ৭৮ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী আছে। তার মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। শিক্ষা ভবন সূত্রে জানা যায়, চলতি বছর জেলা থেকে ৩০ হাজার ৫৮৯ জন ছেলে ও ৪৭ হাজার ৭৩০ জন মেয়ে মাধ্যমিক পরীক্ষায় দিচ্ছে।

মোট ১৫৩টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হবে। তারমধ্যে ৭৭টি মেন ভেন্যু ও ৭৬টি সাব ভেন্যু বলে জানান পরীক্ষার দায়িত্বে থাকা অবর বিদ্যালয় পরিদর্শক কাজল ভৌমিক। প্রশাসনিক প্রস্তুতি শেষ হয়েছে বলে দাবি তাঁর।