Madhyamik 2025 মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা কেমন হল? প্রশ্ন কঠিন না সহজ?

Published By: Imagine Desk | Published On:

Madhyamik 2025 জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা। প্রশ্ন কেমন হল? কেমন নম্বর উঠবে? পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। পরীক্ষা শেষ হতেই বহরমপুর শহরের একটি পরীক্ষাকেন্দ্রের বাইরে চেনা সেই ছবি। বাইরে উৎকণ্ঠায় অভিভাবকদের ভিড়। একে একে পরীক্ষা কেন্দ্র থেকে বেড়িয়ে এল পরীক্ষার্থীরা। কারও মুখে হাসি, কারও আবার মুখটা একটু ভার। যা দেখে বোঝাই গেল পরীক্ষা কেমন হয়েছে?

Madhyamik 2025 কেমন হল আজকের পরীক্ষা?

Madhyamik 2025 অনেকেই জানাল, প্রশ্ন সহজ ছিল। কঠিন কিছু ছিল না। অনেকেই আবার জানায়, বড় প্রশ্ন হালকা কঠিন হলেও শর্ট প্রশ্ন সহজ। মাধ্যমিক পরীক্ষার্থী সুরঞ্চিকা ভট্টাচার্য জানায়, পরীক্ষা খুব ভালো হয়েছে, প্রশ্ন সহজ ছিল। ৮০ র উপরে নম্বর উঠবে। আরেক পরীক্ষার্থী নীলেশ মণ্ডল জানায়, বড় প্রশ্ন হালকা কঠিন ছিল। শর্ট প্রশ্ন সহজ ছিল। কমন এসেছে।

Madhyamik 2025  শিক্ষকদের মতামত-

Madhyamik 2025 শিক্ষকরা জানান, এবারের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র বেশ সহজ হয়েছে। তেমন ঘুরিয়ে কোনও প্রশ্ন আসেনি। কয়েকটি বুদ্ধিদীপ্ত প্রশ্ন ছিল। তবে সার্বিকভাবে মাধ্যমিকের শেষদিনে (মূল বিষয়ের) সহজ প্রশ্ন করা হয়েছে। ডায়াগ্রামও ‘কমন’ এসেছে। সংক্ষিপ্তভাবে বলতে গেলে যে পড়ুয়ারা খুঁটিয়ে পাঠ্যবই পড়েছে, ঠিকভাবে টেস্ট পেপার সলভ করেছে, তাদের কোনও অসুবিধা হওয়ার কথা না। বরং তারা ভালো নম্বর পাবে বলেই আশা করা হচ্ছে।

Madhyamik 2025 আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) ঐচ্ছিক বিষয়ের পরীক্ষার পরেই শেষ হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা।