এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore International Photography Exhibition বহরমপুরে ৫৩ দেশের ছবি! শতাধিক শিল্পীর ছবির প্রদর্শনী ২ রা ফেব্রুয়ারি পর্যন্ত

Published on: January 31, 2025
Berhampore International Photography Exhibition

Berhampore International Photography Exhibition ভারত সহ ৫৩ টি দেশের বাছাই করা Award Winning পুরষ্কার প্রাপ্ত ছবি নিয়ে প্রদর্শনী। 6th Murshidabad International Salon 2024- যেখানে ২৮৩ জন শিল্পীর ছবি আর্ট গ্যালারির দেওয়ালে সাজানো রয়েছে। ছবি দেখে বোঝা মুশকিল  হাতে আঁকা না  ক্যামেরা বন্দি। শিল্পীর শিল্পসত্ত্বায় ভরা এক একটি ছবি। এক একটি ছবি যেন জীবন্ত। জীবন্ত এক একটি মুহূর্ত।

Berhampore International Photography Exhibition ঐতিহ্যময় শহর বহরমপুরে ষষ্ঠ আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ফটোগ্রাফিক সোসাইটি অফ মুর্শিদাবাদের। শুক্রবার সন্ধ্যায় বিশিষ্টজনেদের উপস্থিতিতে উদ্বোধন হল আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর। কলকাতা থেকে আসেন বিশিষ্ট শিল্পী প্রফেসর বিশ্বতোষ সেনগুপ্ত ও বিশিষ্ট শিল্পীরা। আয়োজক সংস্থার সম্পাদক শিবুভূষণ দাস জানান, মোট ৩, ৮৩৮ টা ছবি আসে। সেট অফ জুরি দ্বারা সেই ছবি বাছাই করা হয়েছে। ভারত সহ ৫৩ টি দেশের ছবি আছে। অংশ নিয়েছেন ২৮৩ জন শিল্পী। যার মধ্যে ৮১ জন ভারতীয় এবং USA থেকে ১৬ জন, UK থেকে ১৫ জন। হংকং এর শিল্পীদের ছবিও প্রদর্শিত আছে।

 

Berhampore International Photography Exhibition বহরমপুরে পৌর আর্ট গ্যালারি আবারও ভরে উঠেছে ছবির মেলায়। প্রদর্শিত ছবিগুলির মধ্যে বহু ছবিই ইতিমধ্যে পুরষ্কার প্রাপ্ত।

Berhampore International Photography Exhibition ৩১ শে জানুয়ারি থেকে ২ রা ফেব্রুয়ারি অবধি চলবে এই প্রদর্শনী। আন্তর্জাতিক ছবির প্রদর্শনী দেখতে উদ্বোধনের দিনেই এলেন আলোকচিত্র প্রেমীরা। এই প্রদর্শনী শহর তথা জেলার আলোকচিত্র ও চিত্র শিল্পীদের উৎসাহ জোগাবে বলেই আশাবাদী আয়োজকরা।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now