দু’হাজার পার রান্নার গ্যাসঃ মাথায় হাত রেস্টুরেন্ট মালিকদের , ফের দাম বাড়ল রান্নার গ্যাসের কমার্শিয়াল  সিলিন্ডারের

Published By: Madhyabanga News | Published On:

বেদান্ত চট্টোপাধ্যায়ঃ বহরমপুরঃ  নভেম্বরের শুরু থেকেই আরও দাম বাড়ল   রান্নার গ্যাসের কমার্শিয়াল  সিলিন্ডারের । মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে ১ লা নভেম্বর  থেকেই ১৯  কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ২১০৮ টাকা । আগে এই দাম ছিল ১৭৮৬ টাকা।  দাম বৃদ্ধির জেরে বাড়িতে ব্যবহারের  সিলিন্ডারে কোনও প্রভাব না পড়লেও পরোক্ষ ভাবে পকেটে চাপ বাড়তে চলেছে মধ্যবিত্তের।

কারণ, বাণিজ্যিক গ্যাসগুলি মূলত হোটেল-রেস্তোরাঁ গুলিতেই ব্যবহৃত হয়।  স্বাভাবিক ভাবে এই সিলিন্ডারের দাম বৃদ্ধি হলে হোটেল, রেস্তোরাঁতে খাবার খরচ বাড়বে। এমনিতেই করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল হোটেল ও রেস্তোরাঁ গুলি। ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছেন ব্যবসায়ীরা। অথচ গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা কাটছে না।

এভাবে ঘুরে দাঁড়ানো কঠিন হচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। মোহন মলের ফুড কোর্টের কর্ণধার অরিজিৎ গুপ্ত জানাচ্ছেন, “রেস্টুরেন্ট চালানো এখন হাতি পোষার মতন হয়ে যাচ্ছে | আমি রোজ রোজ মেনু কার্ডের দাম পরিবর্তন করতে পারবো না” | অরিজিৎ গুপ্ত আরও জানাচ্ছেন বাড়ন্ত জিনিস পত্রের দামে রেস্টুরেন্ট এর বাজারও মন্দা | লোক আসছে না সেভাবে |

পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কপালে চিন্তার ভাঁজ আম জনতার। প্রত্যক্ষ এবং  পরোক্ষ ভাবে আখেরে পকেটে টান যে মধ্যবিত্তের তা বলাই বাহুল্য। বড়ো রেঁস্তোরার মালিকরা তো হোঁচট খাচ্ছেনই | বেশি সমস্যায় পড়েছেন যাদের হোটেল এ রোজকার সাধারণ খাওয়ার পাওয়া যায় |

মোহন মোড়ের অনিমা হোটেলের মালিক তরুণ সাহা বলছেন, “গ্যাস ছেড়ে এখন উনুনে রান্না করছি | জ্বালানির দামও বেশি | ব্যবসা চালাতে বড়ো সমস্যা হচ্ছে” | পাশাপাশি অন্যান্য রেস্টুরেন্ট /হোটেলের মালিকেরা জানাচ্ছেন “গ্যাস সহ বাজারে জিনিস পত্রের এতো দাম কোনো কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না | দাম বাড়ানো যাচ্ছে না |দাম বাড়ালে কাস্টমারের সমস্যা”|

রেস্টুরেন্ট মালিক সহ আমজনতা সকলের সরকারের কাছে একটাই আবেদন গ্যাস ও জিনিস পত্রের দাম কমলে সকলেরই লাভ |

#LPG Commercial Gas Price Hike: Murshidabad