Low voltage রাতের পর রাত “লো ভোল্টেজ”। ঘুরছে না পাখা। ঘন্টার পর ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। নাজেহাল হয়ে রাস্তা অবরোধে শামিল হলেন মুর্শিদাবাদের ( Murshidabad) সাগরপাড়ার ধনিরামপুর কান্দিপাড়া এলাকার বাসিন্দারা । স্থানীয়দের দাবি, নতুন ট্রান্সফর্মার বসাতে হবে।শুক্রবার বিদ্যুৎ সবরাহের দাবিতে বাঁশ ফেলে হয় অবরোধ। স্থানীয়দের দাবি কয়েক মাস ধরেই এলাকায় চলছে বিদ্যুৎ বিভ্রাট। তীব্র দাবহাদের মধ্যে থাকছে না বিদ্যুতের ভোল্টেজ । এর জেরেই গরমের মধ্যে সমস্যায় পড়তে হচ্ছে ছোট থেকে বড় সকলকেই। বারংবার বিদ্যুৎ দপ্তরে (Department of Power) জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে শুক্রবার গ্রামবাসীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ বিক্ষোভ দেখান।
স্থানীয় বাসিন্দা ইকবার আলির দাবি, এই সমস্যা প্রায় ১ মাস ধরে চলছে। বারবার নতুন ট্রান্সফরমার কথা বলা হলেও। বিদ্যুৎদপ্তরের তরফ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বিক্ষোভ।