Lotus price Berhampore বাংলাদেশ থেকে পদ্ম এনেও কমছে না দাম ! দেবীর ফুল মহার্ঘ্যই

Published By: Imagine Desk | Published On:

Lotus price, Berhampore

ঢাকে কাঠি পড়েছে, চারিদিকে উৎসবের আমেজ। মহাষষ্ঠীর মহাপুজোর মধ্যে দিয়ে শুরু হল দুর্গোৎসবের। ১০৮ টি পদ্ম ফুল ছাড়া দেবী দুর্গার আরাধনা অসম্পূর্ণ। কিন্তু সেই পদ্মফুলের এত দাম? দেবীর ফুলই মহার্ঘ্য! ফুল কিনতেই হিমশিম খাচ্ছেন আম জনতা। এবছর দেশ বিদেশ থেকে আসা পদ্মফুলের দাম আকাশছোঁয়া! দুর্গা পুজোর সময় অন্যান্য ফুলের সাথে সবচেয়ে বেশী চাহিদা থাকে পদ্ম ফুলের। এবছর বহরমপুর শহরে পদ্ম ফুলের বাজার একেবারেই মন্দা। দোকানে ফুলের পসরা সাজিয়ে বসলেও মুখে হাসি নেই ব্যবসায়ীদের। ফুল ব্যবসায়ীরা বলছেন, এবছর দুর্গা পুজোর দশ থেকে পনেরো দিন আগেই পদ্ম ফুল এসেছে শহরে। আমোদপুর, খড়গ্রাম ব্যাঙ্গালোর ছাড়াও বাংলাদেশ থেকেও এবার পদ্ম এসেছে মুর্শিদাবাদে। ফুল ব্যবসায়ী তারক হাজরা বলেন, ‘ ফুলের যোগান মেটাতেই বাইরে থেকে ফুল এসেছে। বেচাকেনা ভালো হবে ভেবেছিলাম। কিন্তু বিক্রি কম’।

বহরমপুরে পদ্ম ফুলের বাজার
বহরমপুরে পদ্ম ফুলের বাজার

 

পুজোর আগে টানা বৃষ্টি হয় রাজ্যের বিভিন্ন জেলায়, বন্যায় ভেসেছে চারিদিক। ব্যবসায়ী বলছেন, প্রাকৃতিক দুর্যোগের জেরে মালদা, বীরভূম এ পদ্ম চাষে ক্ষতি হয়েছে। বাধ্য হয়েই বাইরে থেকে আমদানি করতে হয়েছে পদ্মফুল। সব দিক সামাল দিতে ফুলের দাম বেড়েছে। মহা ষষ্ঠীতে বহরমপুরে ফুল মার্কেটে পদ্মফুল মহার্ঘ্য। ছোট সাইজের এক পিস পদ্মফুল ১০ টাকা, মাঝারি সাইজের ১৫ টাকা, আরও একটু বড় সাইজ হলে ২০ থেকে ২২ টাকা দরে বিক্রি হয়েছে। পুজোর শুরুতেই ব্যবসায় ভাটা। এখনও বাকি মহা পুজোর দিন। প্রতি বছর এই সময়ে পদ্ম ফুলের চাহিদা থাকে তুঙ্গে। এবছর চাহিদা একই কিন্তু দাম বেশী হওয়ায় বিক্রি কমেছে। আগামী দিনে কী হবে চিন্তায় ফুল ব্যবসায়ীরা। পুজোর বাকি দিনগুলিতে পদ্ম ফুলের বিকিকিনি কতটা হয়! আশায় বসে আছেন ফুল ব্যবসায়ীরা।