‘যাচাই না করে কোনও পোস্ট বা ভিডিও শেয়ার নয়’
নিজস্ব প্রতিবেদনঃ বড় অভিযান। সরানো হল এক হাজারের বেশি অ্যাকাউন্ট! কালীপুজোর সময় যে ঘটনায় হইচই। কেও বলছে ঝাড়ু চলেছে। কেও বলছে বুলডোজার। ঘটনাটা কী? ১০০০ এর বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করা হল! মঙ্গলবার পুলিস সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ (MURSHIDABAD) জেলায় সোশ্যাল মিডিয়ায় (Social Media) গুজব ছড়ানোর অভিযোগে ১,০৯৩টি ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করল প্রশাসন। গত ৪ মাস ধরে ওই অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Kiriteshwari: কালীপুজোর রাতে ভিড় হল না, হতাশ কিরিটেশ্বরী
সম্প্রীতিতে বিঘ্ন ঘটাতে পারে এইরকম উত্তেজনা সৃষ্টিকারী পোস্ট ও ভিডিও ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও এক্স-এ ছড়িয়ে পড়ার অভিযোগ। ঘটনায় জেলা পুলিশ ও সাইবার সেল যৌথভাবে তদন্তে নামে। ডিলিট করা হয় ১১০০০ এর বেশি অ্যাকাউন্ট। বিকৃত এবং ধর্মীয়ভাবে বিদ্বেষমূলক পোস্টের অভিযোগ।
Fake Account Murshidabad পুলিস সূত্রে জানা গিয়েছে, তদন্তে উঠে এসেছে, বহু অ্যাকাউন্ট বিদেশ ও অন্য রাজ্য থেকে পরিচালিত হচ্ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)ব্যবহার করে স্থানীয় ব্যক্তিদের মুখ বসিয়ে ভুয়ো বক্তব্য প্রচার করা হচ্ছিল। এখনও পর্যন্ত ৪৮৬ জনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুয়ো তথ্য প্রচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে যাতে যাচাই না করে কোনও পোস্ট বা ভিডিও শেয়ার না করা হয়।
এই বিষয়ে সাইবার ক্রাইম থানাই আইসি উৎপল কুমার সাহা বলেন, অপব্যবহারকারীরা ইন্টারনেটকে হিংসা ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর কাজে ব্যবহার করছে। বিগত দিনে ১১ হাজারেরও বেশি পোস্ট ডিলিট করানো হয়েছে। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে ১০০০ এর বেশি প্রোফাইল। যেখান থেকে একের পর এক উস্কানিমূলক পোস্ট করা হয়েছিল। এছাড়া ৪৮৬ জনেরও বেশি ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত বা বিদ্বেষমূলক কোনও পোস্ট শেয়ার করার আগে অবশ্যই মাথায় রাখবেন, এর জন্যে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট। জেল ও জরিমানা হতে পারে।
Fake Account Murshidabad এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় #MurshidabadFakeNews এবং #VerifyBeforeShare হ্যাশট্যাগে সচেতনতামূলক পোস্ট ভাইরাল হয়েছে। তাতে স্থানীয় তরুণ-তরুণীরা অংশ নিচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতেও ‘ভুয়ো খবর’ বিরোধী প্রচার হচ্ছে।









