নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ কেউ খুইয়েছিলেন বাজারে, কেউ আবার বাসে। তবে বছর শেষে হারানো ফোন ফিরে এল ঘরে। মুর্শিদাবাদ পুলিশের বিশেষ উদ্যোগ জেলা জুড়ে বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া ২৭৬ টি ফোন ফেরাল পুলিশ। ‘অপারেশন প্রয়াস’-এর মাধ্যমে মোবাইল ফোন ফিরে পেলেন মালিকরা। আজকের ডিজিটাল যুগে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস স্মার্টফোন। কিন্তু কখনও চুরি বা হারিয়ে গেলে ভোগান্তির শেষ থাকে না ফোন মালিকের। এবারে সেই হারিয়ে যাওয়া ফোন ফিরে পেলেন তাঁরা।
কারও মোবাইল চুরি হয়েছিল ছ’মাস আগে, কারও বা তারও বেশি। থানায় অভিযোগ দায়ের হলেও হাল ছেড়ে দিয়েছিলেন তাঁরা। কিন্তু এবারে সেই ফোন ফিরে খুশি ফোন মালিকরা। বহরমপুরের বাসিন্দা শোভা ঘোষ বলেন, “ মন্দির থেকে প্রায় পাঁচ মাস আগে ফোন হারিয়েছিল। পুলিশে অভিযোগ করেছিলাম। পুলিশের উপর ভরসা ছিল তাই ফোন কিনিও নি। এবার স্বস্তি পেলাম”।
বহরমপুর থানা থেকে ৪১ টি ফোন ফেরানো হয় কান্দি থানার পক্ষ থেকে ১১ টি ও খড়গ্রাম থানা থেকে ১৩টি ফোন ফিরিয়ে দেওয়া হয়। এছাড়াও লালবাগ, কান্দি ও ডোমকল সাবডিভিশনের ২৩ টি থানা থেকে মোট ২৭৬ টি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়, ফোনের মালিককে।