Losses in vegetable cultivation in Murshidabad
নিম্নচাপের ভ্রুকুটি, চার দিন ধরে টানা বৃষ্টিতে ক্ষতির মুখে মুর্শিদাবাদের সব্জি চাষ। হরিহরপাড়ার দস্তুরপাড়ার বিস্তীর্ণ এলাকায় চাষের জমি বৃষ্টির জলে ডুবেছে। ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের কারণেই ব্যাপক ক্ষতি হয়েছে সব্জি চাষে। আগাম শীতকালীন সব্জি চাষ করেছেন চাষিরা। জমিতে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, লংকা, পালং। পুজোর আগে লাভের আশায় বিভিন্ন ধরনের সব্জি চাষ করেছেন এই এলাকার বহু চাষি। যদিও নিম্নচাপের জেরে এক টানা বৃষ্টির জেরে চাষের জমিতে জল জমায় পচন ধরেছে গাছে। বিঘার পর বিঘা জমির সব্জি ক্ষতিগ্রস্ত।
সব্জি চাষি সিরাজুল সেখ, আরিফ মহম্মদরা বলছেন, প্রায় ১৫ কেজি বীজ এবং সার কিনেছিলেন। কীটনাশক কিনতে খরচ হয়েছে প্রায় হাজার সাতেক টাকা। এছাড়াও দৈনন্দিন পরিচর্যার ক্ষেত্রেও খরচ হয়েছে ১৫০০ টাকা। এই অবস্থায় চাষের খরচটুকুও উঠবে কিনা তাদের সংশয় রয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিপর্যয় নেমে এসেছে তাদের জীবনে।
স্থানীয় বাসিন্দা সব্জি চাষি মফিরুদ্দিন বলেন, কীটনাশক প্রয়োগ করে সব্জি বাঁচানোর আপ্রান চেষ্টা করছেন। যদিও আর্থিক ক্ষতি কীভাবে পূরণ হবে? কীভাবে ঘুরে দাঁড়াবেন? দুশ্চিন্তা বাড়ছে।











