Loksabha Election: ১০ মার্চ ঘোষণা হয়েছে নাম । কিন্ত এখনও মুর্শিদাবাদে ভোটের মাঠে দেখা যায় নি ক্রিকেট তারকা ইউসুফ পাঠানকে (Yusuf Pathan) । পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরীর ( Adhir Ranjan Chowdhury) উল্টোদিকে এবার বিজেপি’র প্রার্থী চিকিৎসক নির্মল সাহা, ক্রিকেট তারকা ইউসুফ পাঠান।
বৃহস্পতিবার দেওয়াল লেখার মাঝেই অপূর্ব সরকার বলেছেন, বর্তমানে শ্রীলঙ্কায় আছেন ইউসুফ পাঠান। দুই’চার দিনের মধ্যেই জেলায় এসে প্রচারে যোগ দেবেন তিনি। ক্রিকেট প্রেমীদেরও প্রচারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে অপূর্ব।
প্রার্থী মাঠে না নামলেও, নেমে পড়েছে তৃণমূল। ইতিমধ্যেই কান্দি থেকে বহরমপুর সর্বত্র ইউসুফের প্রচারে নেমেছে তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার কান্দির পর বহরমপুরে ইউসুফ পাঠানের হয়ে দেওয়াল লিখলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার।