প্রশান্ত শর্মাঃ ঘোষণা হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের দিন। এক দফা প্রার্থী তালিকাও প্রকাশ করেছে বিজেপি। ৪২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। ১৬ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট (Left Front) । এবার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে কংগ্রেস। চলছে বামেদের সাথে চুড়ান্ত আলোচনা।
তবে প্রার্থী কারা ? এখনও প্রার্থীদের নাম না মেলায় কার্যত প্রচারে নামতে পারেন নি কংগ্রেস কর্মীরা। বরহমপুরে যদিও বেশ কিছু এলাকায় শুরু হয়ে গিয়েছে অধীর চৌধুরীর ( Adhir Chowdhury) নামে দেওয়াল লিখন। তবে সোমবার পশ্চিমবঙ্গে কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে।
আরও পড়ুনঃ FIRHAD HAKIM: আজ বহরমপুরে ফিরহাদ, রুদ্ধদ্বার বৈঠকও
অধীর চৌধুরী আগেই জানিয়েছেন, বামেদের সাথে জোট বেঁধে ভোট লড়তে চায় কংগ্রেস। শনিবারও অধীর জানিয়েছিলেন চলছে আসন নিয়ে আলোচনা। সূত্রের খবর, মুর্শিদাবাদের ২ কেন্দ্রে লড়বে কংগ্রেস। ১ কেন্দ্রে লড়বে সিপিআই(এম)। সেই মতোই হয়েছে সমঝোতা। তবে বহরমপুর থেকে প্রার্থী হচ্ছেন অধীর চৌধুরীই ।
আরও পড়ুনঃ Election 2024: ভগবানগোলায় ভাগ্য পরীক্ষা কবে ?
মালদা দক্ষিণ থেকে প্রার্থী হতে পারেন ঈশা খান। তবে জঙ্গিপুরে প্রার্থী কে ? মুর্শিদাবাদে সিপিআই(এম) প্রার্থীই বা কে হবে ? উত্তরের অপেক্ষায় মুর্শিদাবাদের কংগ্রেস কর্মীরা। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, প্রথম দফায় ১০ থেকে ১২ আসনে প্রার্থী ঘোষণা করবে কংগ্রেস। তবে প্রার্থী ঘোষণা হবে বামেদের সঙ্গে বোঝাপড়ার কথা মাথায় রেখেই।