সাক্ষরতার শপথ অনুষ্ঠান বহরমপুরে । অংশগ্রহণ জেলার বিভিন্ন স্কুলপড়ুয়াদের ।

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ শিক্ষার অধিকার সকলের অধিকার। সাক্ষরতার শপথ ‘নিরক্ষর থাকব না, নিরক্ষর রাখব না’ – এই দাবি নিয়ে ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হল বহরমপুরে। জেলা জনশিক্ষা প্রসার বিভাগের উদ্যোগে বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠান হল। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা।

১৯৬৬ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবার বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়। এবারের সাক্ষরতা দিবসে থিম রাখা হয়েছে ‘নিরক্ষর থাকব না, নিরক্ষর রাখব না।’ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন নির্মাল্য ঘারমী, ডি.আই প্রাথমিক নৃপেন কুমার সাহা, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক অমিত সাহা সহ বিশিষ্ট জনেরা। শিক্ষার গুরুত্ব ও সাক্ষরতার শপথ নিয়ে এদিন মঞ্চে সচেতনতামূলক বক্তব্য রাখেন তাঁরা। পাশাপাশি সচেতনতামূলক কবিতা, গীতি আলেখ্য, মুকাভিনয়, ও নাটক মঞ্চস্থ করেন স্কুল পড়ুয়ারাই। ছাত্র ছাত্রীদের সাক্ষরতার পাশাপাশি সমাজের প্রতিষ্টিত হওয়ার পাঠও দেওয়া হয় এদিনের অনুষ্ঠান থেকে।