নিজস্ব সংবাদদাতা, সুতিঃ রাতের অন্ধকারে টোটো করে পাচার হচ্ছিল চোলাই মদ। গোপনে সেই খবর পেয়ে প্রায় ১০০ লিটার চোলাই মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সুতি থানার অন্তর্গত আহিরণ ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে হারুয়া অঞ্চলের ডাঙ্গাপাড়া মোড় এলাকায় একটি টোটো আটক করা হয়। টোটোতে তল্লাশি চালিয়ে গাড়ির সিটের তলা থেকে উদ্ধার হয় বোতল বোতল চোলাই মদ।
সেখান থেকে প্রায় ১০০ লিটার চোলাই উদ্ধার হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় টোটো চালক আঙুর সেখকে। ধৃত ব্যক্তি বীরভূমের মুরারই থানার রাজগ্রামের ডুরিয়া গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। এই চোলাই কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার ধৃতকে কোর্টে পাঠায় পুলিশ।