এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Lionel Messi: সচিনের সঙ্গে কথা হবে মেসির? মেসি দর্শনে টিকিটের আকাল বহরমপুরেও

Published on: December 13, 2025
Lionel Messi

Lionel Messi Messi Sachin india মেসি জ্বর কলকাতায়

Lionel Messi Messi Sachin india Lionel Messi: দু’জন ‘ভগবানের’ দেখা হলে কী কথা হবে? একজন আরেকজনকে কোন নিক্তিতে মাপবেন? একজন ১৯৯০ এর দশক থেকে বিশ্ব ক্রিকেটে ইতিহাস তৈরি করেছেন। সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন। তবু বিশ্বকাপ জয়ের স্বাদ অধরা ছিল। মুষড়ে পড়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপ এসেছে কেরিয়ারের একেবারে শেষ বেলায়। তিনি ভারতরত্ন শচীন তেন্ডুল্কার (Sachin Tendulkar)। আরেকজন ফুটবলের মেসি ম্যাজিক। সব পেলেও অধরা ছিল বিশ্বকাপ। কেরিয়ারের শেষের দিকে বিশ্বকাপ জিতে ফুটবলকে কালিমালিপ্ত হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন। সব ঠিক থাকলে কাল, রবিবার মুম্বইয়ে বিশ্ব ফুটবলের ‘ঈশ্বর’ মেসির সঙ্গে ক্রিকেটের ‘ঈশ্বর’ সচিনের দেখা হবে। মেসি এবং সচিন প্রজন্ম মুখিয়ে আছে দুজনের ‘দৈব সাক্ষাৎ’ এর দিকে। যদি সেখান থেকে কোনও বিদ্যুৎ ঝিলিক  দেয়! ১৪ বছর পর ভারতে এসেছেন আর্জেন্তিনার ফুটবলার লিয়োনেল মেসি (Lionel Messi)। কলকাতায় নেমেছেন গত রাত আড়াইটের সময়।

Lionel Messi

আরও পড়ুনঃ Sachin Mondal Cricket জেদ আর পরিশ্রমেই স্বপ্ন পূরণ। Exclusive সচিন

Lionel Messi Messi Sachin india আজ, শনিবার সল্টলেক স্টেডিয়ামে ম্যাচে হাজির তিনি। সঙ্গে বাজিগড় শাহ্রুখ খান (Shahrukh Khan), আরেক কিংবদন্তী ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিন, মেসি, শাহ্রুখরা অসাধ্য সাধন করেছেন। যুব সমাজের অনেকের অনুপ্রেরণা। সাড়ে ১২ ঘণ্টার মেসি সফরে কলকাতায় ফুটবল জ্বর। অনেকে দেখা না পেয়ে বিক্ষোভ দেখানো শুরু করেছেন। ইতিমধ্যে এদিন সকাল সাড়ে ৯ টা থেকে তাঁর কর্মসূচি অনুযায়ী দেখা করেছেন ভক্তদের সঙ্গে। অবশ্য মেসি সাক্ষাতের জন্যে পকেট থেকে খসাতে হয়েছে লাখ দশেক টাকা। তাও সব ভক্তের কপালে জোটেনি। মেসি দর্শনের জন্যে টিকিট চেয়ে হন্যে হয়েছেন সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বহরমপুরের ফুটবলপ্রেমীরাও। মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সমিতির সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলছিলেন, অনেকে টিকিট চেয়েছেন। আমাদের কাছে কোনও টিকিট আসেনি। টাকা দিয়েই কিনতে চেয়েছেন।

Lionel Messi Messi Sachin india বিশ্বকাপে মেসি দর্শনের আগে দেশের মাটিতে মেসি দর্শন

Lionel Messi Messi Sachin india Lionel Messi আগামী বছর ফুটবল বিশ্বকাপে মেসি খেলবেন কি না তা নিয়ে অনেক জল্পনা ছিল। তর সইছিল না ভক্তদের। মেসি জানিয়ে দিয়েছেন, তিনি খেলবেন। সারা বছর চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা আমেরিকা, মেজর সকার লিগ বিশ্ব ফটবলের যে খেলায় হোক, প্রিয় ফুটবলারকে তাঁর দেশের জার্সিতে গোল করতে দেখে বেশি আনন্দ পান ভক্তরা। তাই বিশ্বকাপে মেসি দর্শনের আগে একেবারে দেশের মাটিতে মেসি দর্শনের সুযোগ পাচ্ছেন অনেকে। এদিন হোটেল থেকে মেসির মূর্তি উন্মোচন হয়েছে। খ্যাতনামাদের ম্যাচ, সংবর্ধনা। এদিন দুপুর ২ টোয় মেসির হায়দরাবাদ চলে যাওয়ার কথা। সঙ্গে আরও লুই সুয়ারেজ, রদ্রিগোর মতো ফুটবলার আছেন।

Lionel Messi Messi Sachin india সচিন, মেসি, শাহরুখরা জয়ের গল্প

Lionel Messi Messi Sachin india আসলে সচিন, মেসি, শাহরুখরা জয়ের গল্প। তাঁদের দেখে উদ্বুদ্ধ হতে চান ভক্তরা। বছরের পর বছর ধরে এই প্রজন্মকে মানসিক শক্তি জুগিয়েছেন, বিনোদনের খোরাক জুগিয়েছেন। মুম্বইয়ে মেসি ও সচিনের কী কথা হল সেদিকে নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের। সচিন বিশ্বকাপ জয়ের পরে যে ‘স্পিচ’ দিয়েছিলেন তা অনেকের মনে মহাকাব্য রচনা করেছে। যা কোনওদিন মুছে যাওয়ার নয়। মেসির বিশ্বকাপ জয়ের পরে বক্তব্যে মিল খুঁজে পান অনেকে। দিল্লির সাধারণ পরিবার থেকে উঠে শাহ্রুখ বাজিগড় হয়েছেন।  এই নায়কদের সাক্ষাত পরতে পরতে উপভোগ করতে উৎসাহী ভক্তরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now