Lepchas in Berhampore শীতের দুপুর। বহরমপুর শহরে প্রশাসনিক ভবন চত্বরে প্ল্যাকার্ড হাতে , পোস্টার নিয়ে জড় একদল লেপচা। কেউ ডুমড্যাম পরে, কেউ ঠাক্রো ও ইয়েংচাটসে (Yenchatse) নামক শার্ট ও শ্যাম্বো (Shambo) টুপি পরে হাজির। পায়ে হেঁটে তারা কালিম্পং থেকে এসেছেন বহরমপুরে। লেপচাদের ঐতিহ্যবাহী পোশাক পরে প্রশাসনিক ভবনে। মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলা শাসক দীননারায়ন ঘোষের কাছে দেওয়া হল স্মারকলিপি।

আরও পড়ুন– Salar RSP on SIR এসআইআর নিয়ে মিছিলে এ কী বলল আরএসপি?
Lepchas in Berhampore কালিম্পং থেকে বহরমপুর- কী দাবীতে অভিযান যাত্রা?
Lepchas in Berhampore সেভ লেপচা ল্যাঙ্গুয়েজ কমিটির তরফে জানানো হয়- লেপচা ভাষাকে বিদ্যালয়ের পাঠক্রমের অন্তর্ভুক্ত করতে হবে- এই দাবীতেই কালিম্পং থেকে কলকাতা অভিযান যাত্রার শুরু হয় ৯ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর এই যাত্রা এসে পৌঁছায় বহরমপুর শহরে। অতিরিক্ত জেলা শাসক সাধারন দীননারায়ন ঘোষের কাছে দেওয়া হয় স্মারকলিপি।
Lepchas in Berhampore সিকিমে কলেজ, বিশ্ব বিদ্যালয়ে লেপচা ভাষায় পড়াশোনা হয়। কিন্তু পশ্চিমবঙ্গে হয়নি- দাবি Save Lepcha Language Committee-র

আরও পড়ুন– Messi Yuba Bharati: ফুটবলের মক্কায় মেসি-বিপর্যয়! তুঙ্গে রাজনৈতিক তরজা
Lepchas in Berhampore লেপচা ইয়ুথ অ্যাসোসিয়েশনের সভাপতি চূর্মি লেপচা বলেন, ” Save Lepcha Language Committee থেকে কালিম্পং থেকে আসছি। দার্জিলিং এর সবচেয়ে পুরনো জাতি । আমরা চাইছি সবচেয়ে পুরনো ভাষা পাহাড়ের সমস্ত স্কুলে অন্তর্ভুক্ত করা হোক। এই দাবী নিয়েই কালিম্পং থেকে ৯ ডিসেম্বর থেকে হেঁটে হেঁটে আসছি। দার্জিলিং হয়ে রায়গঞ্জ, মালদা, মুর্শিদাবাদ, নদীয়া হয়ে কলকাতায় যাব। সিকিমে কলেজ, বিশ্ব বিদ্যালয়ে লেপচা ভাষায় পড়াশোনা হয়। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও অবধি ক্লাস ১০ ও ১২ পর্যন্ত এই ভাষা অন্তর্ভুক্ত হয়নি।”
















