মৃত্যু শতবর্ষে লেনিন স্মরণ বহরমপুরে

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ একশো বছর আগের ১৯২৪ সালের ২১ জানুয়ারি। মাত্র ৫৪ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান সোভিয়েত বিপ্লবের কান্ডারি ভ্লাদিমির ইলিচ উলিয়নভ লেনিন। সারাবিশ্বের রাজনীতির ইতিহাস চিরকাল স্মরণীয় হয়ে আছেন এই মানুষটি। তাঁর মৃত্যু শতবর্ষে, স্মরণ করার পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হল বহরমপুরে। বহরমপুরে অবস্থিত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জার্নালিস্টস অ্যাসসিয়েসনের সভা কক্ষে ঝড় সংবাদ সাহিত্য সাপ্তাহিকের উদ্যোগে লেনিন মৃত্যু শতবর্ষ স্মরণে হল আলোচনা।

মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট চিত্রশিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্তের আলোচনায় উঠে এল লেনিনের প্রাসঙ্গিকতা ও এদেশের শিল্প সাহিত্যে তাঁর প্রভাব।চিত্রশিল্পী কৃষ্ণজিৎের আলোচনায় উঠে এল কীভাবে কালে কালে শিল্প কলা প্রভাব ফেলেছে রাজনীতিতে। সময় চলে যায়। তবে বদলায় না প্রাসঙ্গিকতা। এদিনের আলোচনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পথিকৃৎ পত্রিকার লেখক সৌরভ মুখোপাধ্যায়। তাঁর বয়ানে উঠে এল নভেম্বর বিপ্লব, কার্ল মার্ক্স, ইউরোপের ইতিহাস ও শিল্প বিপ্লবের কথা।

কীভাবে লেনিনের মতাদর্শ আজকের সমাজে প্রাসঙ্গিক এবিষয়ে ঝড়ের সম্পাদক কৌশিক চট্টোপাধ্যায় জানান, নতুন প্রজন্ম লেনিনের মতাদর্শ ভুলতে চলেছে। তবে প্রবীণ হিসাবে আমাদের কর্তব্য বারবার মনে করানো। তাই এই আলোচনা। এদিন শহরের মানুষ ভিড় করেছিলেন সংঘের ঘরে।