নিজস্ব সংবাদদাতা, ডোমকলঃ ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রায় জনজোয়ার ডোমকলে। ইনসাফ যাত্রার ১৫তম দিন শুক্রবার বিকেলে ডোমকলের হাসপাতাল মোড় থেকে শুরু হয় পদযাত্রা। সিপিআই (এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সম্পাদক মীনাক্ষী মুখ্যার্জী, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ অন্য নেতা কর্মীরা। এদিন বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ২ কিলোমিটার পদযাত্রা শেষে হয় সভাও। এদিন সভা থেকে তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন মহম্মদ সেলিম থেকে মীনাক্ষী মুখ্যার্জিরা।
মীনাক্ষী বলেছেন, ‘‘দেশ বেচছে যারা তাদের বিরুদ্ধে লড়াই চলছে। দেশ বিক্রি বনাম দেশ বাঁচানোর লড়াই। জাতীয় পতাকা সঙ্গী আমাদের পদযাত্রায়। দেশকে বাঁচাতে হবে। চা বিক্রি করতেন বলে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি এখন রেল, ব্যাঙ্ক সব বেচছেন।’’
সেলিম বলেছেন, “মানুষের যে হক, সেই হক চাওয়ার জন্যে ধক লাগে। পঞ্চায়েত নির্বাচনে বলেছিল, নমিনেশান দিতে দেবে না । এই ডোমকল বুঝিয়েছে মানুষ এক হলে তাদের ধক কতটা। প্রশাসন আর গুন্ডাদের কীভাবে মোকাবিলা করা যায়।”
টাকা নিয়ে শিক্ষকের চাকরি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘স্কুল শিক্ষকের চাকরি যোগ্যদের না দিয়ে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। স্কুল মাদ্রাসা, দু জায়গাতেই হচ্ছে। স্কুল আর মাদ্রাসাকে তাই ন্যায় চাইতে একসঙ্গে লড়তে হবে। ভাগাভাগির ফাঁদে পা দেওয়া যাবে না।’’