Lalgola Yoga Day মনোয়ারুল ইসলাম, লালগোলাঃ বিভিন্ন জায়গার পাশাপাশি লালগোলাতেই বিশেষ যোগ শিবিরের মধ্যে দিতে আন্তর্জাতিক যোগ দিবস পালন। লালগোলার কালাবাড়িতে শুক্রবার সকালে যোগ শিবিরে অংশ নিলেন এলাকায় প্রবীণরা। প্রবীনদের শরীরে দেখা দেয় নানা অসুখ। বয়সের সাথে সাথে বাড়তে থাকে শারীরিক সমস্যা। যোগব্যায়াম শারীরিক সমস্যা থেকে অনেকটাই মুক্তি দিতে পারে।
যোগা প্রশিক্ষক প্রণব কুমার দাস জানান, ‘আজ বিশ্ব যোগ দিবসে। ৪২ জন একসঙ্গে বসে যোগব্যায়াম করি। এছাড়াও বাইরের কিছু মানুষ আমাদের এই দিন একসঙ্গে যোগব্যায়াম করেছেন। আমরা সবাই খুব সুস্থ রয়েছি। এবং আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী সরকার। যোগা করে সবাই সুস্থ আছি আমরা। এমনিও যারা আসেন তারা সবাই সুস্থ থাকেন’।
এদিন অনুষ্ঠানে যোগ দেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ এলাকার বিসিষ্টজনেরাও। সকলে যোগব্যায়ামের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষী সরকার জানান, “আমরা বিভিন্ন বিশেষদিন পালন করি। কিন্তু আন্তর্জাতিক যোগা দিবস সব সময়। একটা আলাদা অনুভূতি দেই আমাদের। কারণ এমন একটা দিন। যেদিন আমরা সবাই একসঙ্গে বসি। যোগব্যায়াম করি। সর্বোপরি আমরা সবাই সুস্থ আছি”।