Lalgola নিজস্ব প্রতিনিধিঃ আক্রান্ত লালগোলার (Lalgola) বিডিও-র পাশে দাঁড়ালেন মুর্শিদাবাদের (Murshidabad) WBCS অফিসাররা । বৃহস্পতিবার বিকেলে জেলার সব প্রান্তের প্রায় ৩০ জন আধিকারিক লালগোলা ব্লকে যান। বিডিও-র সঙ্গে বৈঠক করে তাঁর পাশে থাকার আশ্বাস দেন আধিকারিকরা । পাশাপাশি যে সরকারি আবাসনে আক্রমণের ঘটনা ঘটেছিল সেই এলাকাও তাঁরা ঘুরে দেখেন। জেলার এডিএম সহ পদস্থ আধিকারিকদের পাশে পেয়ে স্বস্তিতে লালগোলার বিডিও দেবাশিস মণ্ডল। তিনি জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস পেয়েছেন।
Lalgola উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর মধ্যরাতে হামলা চালানো হয় লালগোলার বিডিওর আবাসনে। দুষ্কৃতীরা ঢিল ছোঁড়ে বাংলো লক্ষ্য করে। গেটে ধাক্কা মারে। গামছা দিয়ে মুখ ঢেকে চালানো হয় তাণ্ডব। সিসি ক্যামেরায় সবটাই ধরা পড়ে। জেলার প্রশাসনিক আধিকারিকরা চরম ক্ষুব্ধ হন এই ঘটনায়। তাঁরা পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
Lalgola প্রসঙ্গত, লালগোলা থানায় বিডিওর অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর। তদন্তে নেমে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম কামিরুল ইসলাম ওরফে বাবু ও সেসোমায়েউদ্দিন ওরফে সেসম। গ্রেফতারের পরেই অবশ্য ধৃত দুজনের জামিন হয়। এই নিয়ে অসন্তোষ রয়েছে প্রশাসনিক মহলে।