Lalgola Vidhan Sabha: জঙ্গিপুরে জয় আসলেও লালগোলায় কেন পিছিয়ে তৃণমূল ?

Published By: Madhyabanga News | Published On:

Lalgola Vidhan Sabha মানোয়ারুল ইসলামের, লালবাগঃ এবারও জঙ্গিপুর লোকসভা আসন ধরে রেখেছে তৃণমূল। কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেনকে ১১৬৬৩৭ ভোটে হারিয়ে সাংসদ হয়েছে খলিলুর রহমান। তবে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে জঙ্গিপুর ও লালগোলা বিধানসভার ফলাফলে তৃণমূলকে বেশ চিন্তায় রেখেছে। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি অন্যদিকে লালগোলা বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে কংগ্রেস।

গত ২০২১ এর বিধানসভা ভোটে জঙ্গিপুর লোকসভার ৭টি আসনেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। একটিও বিরোধীরা সেই দাগ কাটতে পারেনি। তবে গত লোকসভা ভোটে দেখা যাচ্ছে প্রায় ১৪ হাজারের উপর ভোটে তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছে কংগ্রেস। এখানে কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেন বকুল পেয়েছেন ৮১৭৪৫ ভোট। তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এখানে ভোট পেয়েছে ৬৭৬০৭ ভোট। বিজেপি ধনঞ্জয় ঘোষে ভোট সংখ্যা এখানে ২৯০৩৯। লোকসভা আসনে হারলেও এই বিধানসভা এলাকায় ভোটের ফলে খুশি কংগ্রেস নেতৃত্ব।

কংগ্রেসের দাবি লালগোলা বরাবরই কংগ্রেসের শক্ত ঘাটি। এখানে বাম আমলেও কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন। গত বিধানসভায় নানা ইস্যুতে এই আসন হাতছাড়া হলেও ২০২৬ এর বিধানসভায় আসন তাদের দখলেই আসবে।

লালগোলা ব্লক কংগ্রেস সভাপতি যদুরাম ঘোষ জানান, “লালগোলার মাটি বরাবর কংগ্রেসের মাটি। বামেদের আমলেও এখানে কংগ্রেসের উত্থান হয়েছিল। শুধুমাত্র এনআরসি জুজুকে সামনে রেখে তৃণমূল এবং বিজেপি মানুষকে ভয় দেখিয়েছিল। তাই এখানকার মানুষ কংগ্রেসের ওপর থেকে ভরসা হারায় নি। কেবল তৃণমূলের ওপর আস্থা রেখে ছিল। কিন্ত সেটাও কোন কাজে আসে নি”।

গত পঞ্চায়েত ভোটের পর লোকসভা ভোটের ফলাফল, দুটি ভোটেই লালগোলায় পিছিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস। ২০২১ এর বিধানসভা দখল হলেও কেন এই ব্যর্থতা তা নিয়ে ইতিমধ্যেই দলের পক্ষ থেকে পর্যালোচনা শুরু হয়েছে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি পঞ্চায়েত ভোটের তুলনায় অনেকটাই ভোট বেড়েছে তৃণমূলের।

লালগোলা ব্লক তৃণমূল সভাপতি মোতাহার হোসেন রিপন জানান, “২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে আমরা ৪৬৯৮১ হাজার ভোটে পিছিয়ে ছিলাম। ২০২৪ সালের লোকসোভা ভোটে সেটা কমে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার। তাই এই খারাপ অবস্থা আমরা খারাপ হিসেবে দেখছি না”।

পরপর পঞ্চায়েত ও লোকসভা ভোট দুটি ভোটেই তৃণমূলের পিছিয়ে থাকার পিছনে সাংগঠনিক দুর্বলতা বলেই মনে করছেন অনেকে। তবে তৃণমূল নেতৃত্ব তা মানতে নারাজ। তাদের দাবি কংগ্রেস প্রার্থী লালগোলার ভূমিপুত্র হওয়াতেই তাঁরা পিছিয়ে পড়েছে।

২০২১ এর বিধানসভা ভোটে এক সময়ের শক্ত ঘাটিতেই শূন্য হাতে ফিরতে হয়েছিল কংগ্রেসকে। একটি আসনও তাঁরা জয়ী হতে পারেনি। তবে লোকসভা ভোটে রাজ্যে একটি আসন দখল করেছে কংগ্রেস। লোকসভার ভোটের নিরিখে মুর্শিদাবাদের বেশ কয়েকটি বিধানসভা এলাকায় এগিয়ে থাকায় ২০২৬ এর বিধানসভা ভোটের আগে স্বাভাবিক ভাবেই কংগ্রেসকে বাড়তি অক্সিজেন দিচ্ছে। যদিও লোকসভার তিনটি আসন নিজেদের দখলে আসলেও ২৬ এর বিধানসভার আগে বেশ কিছু জায়গায় মতোই লালগোলা বিধানসভা নিয়েই তৃণমূলকে ভাবাচ্ছে।