Lalgola Utsav 2024 বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হল এবারের লালগোলা উৎসব

Published By: Imagine Desk | Published On:

Lalgola Utsav 2024  বন্যার্ঢ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হল পঞ্চম বর্ষ লালগোলা উৎসবের। উৎসবের সূচনা পর্বেই শনিবার বিকেলে লালগোলা এমএন একাডেমি ময়দান থেকে শুরু হয় ‘ ঐতিহ্যবাহী ও গর্বের লালগোলার জন্য হাটুন’ শীর্ষক পদযাত্রা। পদযাত্রায় অংশ নেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, অভিনেতা তথা পরিচালক দেবদূত ঘোষ, বিধায়ক মহম্মদ আলী সহ বিশিষ্টজিনেরা।

Lalgola Utsav 2024 পদযাত্রায় সামিল হলেন লালগোলার বাসিন্দারা। স্কুলের ছাত্র ছাত্রী থেকে প্রাক্তনী, সমাজের সর্ব স্তরের মানুষজন। পাঁচ দিন ধরে চলবে লালগোলা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে ৬২টি স্টলও। বই থেকে গাছ, হস্তশিল্পের সম্ভার থাকছে লালগোলা উৎসবে। উৎসব ঘিরে উচ্ছ্বসিত লালগোলাবাসী।