Lalgola TMC ডিসেম্বরই রঙ খেললেন লালগোলার তৃণমূল ALL INDIA TRINAMOOL CONGRESS কর্মীরা । কিন্তু কেন ? সমবায় ভোটে জিতে একে অন্যকে মাখালেন আবির। রবিবার লালগোলার বিরহামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে Birampur SKUS LTD নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে ।মোট ৯টি আসনের মধ্যে ৮টি আসনে জয়ী হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা।
Lalgola TMC কোন আনন্দে রঙ খেলা ?
Lalgola TMC ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় বিরামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটিড। এবার সেই সমিতি দখল করল তৃণমূল। এই নির্বাচন উপলক্ষে সকাল থেকেই ব্যাপক প্রস্তুতি ছিল । সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে ২২৩ জন ভোটার এদিন ভোট দান করেন । ভোটদান পর্ব শেষ হওয়ার পর শুরু হয় ভোটগণনা পর্ব। ভোটগণনায় দেখা যায় মোট নটি আসনের মধ্যে আটটি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ।আর একটি আসনে জয়ী হয় বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী ।ভোট গণনা শেষ হতেই সবুজ আবির খেলায় মেতে উঠে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।
Lalgola TMC তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে একে অপরের গালে সবুজ আবির মাখিয়ে দেয় তারা। এই সময় উপস্থিত ছিলেন লালগোলা ব্লক তৃণমূলের সভাপতি মোতাহার হোসেন।
তিনি এদিন জানান,এই জয় দেওয়ানসরাই অঞ্চলের আপামর জনসাধারণের জয়, এই জয় লালগোলাবাসীর জয়।