Lalgola Theatre লালগোলায় ৩ দিনের নাটকের ক্লাস

Published By: Imagine Desk | Published On:

Lalgola Theatre  মুর্শিদাবাদের ভারত India  বাংলাদেশ Bangladesh সীমান্তবর্তী লালগোলায় হয়ে গেল ৩ দিনের থিয়েটার কর্মশালা। ২২, ২৩ ও ২৪ আগস্ট দুপুর থেকে সন্ধ্যা অবধি চলে কর্মশালা। লালগোলা সীমান্ত থিয়েটারের উদ্যোগে হয় এই কর্মশালা। নাটকের প্রশিক্ষণ দেন গৌতম মজুমদার ও শ্যামল দাস। ৩ দিন ধরে নাটকের ক্লাস করেছে একঝাঁক কিশোর কিশোরী। ভাগ করে নেওয়া হয়েছে নিরাবিল আনন্দ।

Lalgola Theatre ৩ দিন ধরে নাটকের ক্লাসে শেখানো হয়েছে অভিনয় থেকে নাটকের গান। উদ্যোক্তারা জানাচ্ছেন, মোবাইলের স্ক্রিনে অলস সময় কাটানো নয়। নাটক, নাচ, গানে শিশুদের বিকাশ নিশ্চিত করতেই এই উদ্যোগ।