Lalgola News বাংলাদেশ থেকে লালগোলায় আত্মগোপন! ধৃত তিন

Published By: Imagine Desk | Published On:

Lalgola News  মুর্শিদাবাদের লালগোলায় অবৈধ ভাবে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হল দুই বাংলাদেশীকে। আশ্রয় দেওয়ার অভিযোগে লালগোলার এক বাসিন্দাকেও গ্রেফতার করেছে পুলিশ।  গোপন সুত্রে খবর বুধবার ভোরে লালগোলার পণ্ডিতপুর থেকে হাতে নাতে ধরা হয় বাংলাদেশেচাপাইনবাবগঞ্জের বাসিন্দা আব্দুর রকিব ও কাওসার আলীকে। নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার হন বাড়ি মালিক আজিজুর শেখ।  কেন বাংলাদেশ থেকে মুর্শিদাবাদের লালগোলায় আশ্রয়?  দুই বাংলাদেশী কবে কীভাবে এদেশে ঢুকেছিল? রহস্যের উদ্ঘাটনের চেষ্টায় পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।