Lalgola News মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলা (Lalgola)। ভারত- বাংলাদেশ সীমান্ত। আন্তর্জাতিক সীমানা হওয়ায় লালগোলা জুড়েই আঁটসাঁট থাকে নিরাপত্তা ব্যবস্থা। সজাগ থাকে পুলিশ। যদিও এরই মাঝে অসামাজিক কাজকর্ম, নিষিদ্ধ ব্যবসারও বাড়বাড়ন্ত চলে প্রশাসনের চোখের আড়ালে। লালগোলাতে এবার কড়া পুলিশ। নেওয়া হল বিশেষ ব্যবস্থা। লালগোলায় এনডিপিএস আইনের অধীনে ৩,৭৮,৮৫,৩৮৫ টাকার ২০টি সম্পত্তি বাজায়েপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শনিবার, ১৩ ডিসেম্বর, লালগোলা পুলিশ, ১৯৮৫ সালের এনডিপিএস আইনের ধারা ৬৮(এফ) এর অধীনে ক্ষমতা প্রয়োগ করে, মোট ২০টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ।
আরও পড়ুনঃ Giria Sekendra রঘুনাথগঞ্জের গিরিয়ায় ধুন্ধুমার। অভিযোগ-পাল্টা অভিযোগ। তরজা

Lalgola News লালগোলার নতুন গ্রামের বাসিন্দা মহম্মদ কবির সেখের বাড়িও সিল করে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ভগবানগোলার এসডিপিও বিমান হালদারের নেতৃত্বে শনিবার অভিযুক্তের বাড়ির সামনে টাঙিয়ে দেওয়া হয় পোস্টার।
Lalgola News অভিযান প্রসঙ্গে কী বললেন এসডিপিও?
Lalgola News অভিযান প্রসঙ্গে এসডিপিও বিমান হালদার জানিয়েছেন, ২০২৪ সালে লালগোলা থানায় একটা মামলা রুজু হয়েছিল কবির সেখের নামে। আইনি প্রক্রিয়ার সঙ্গে একটি আর্থিক তদন্তও শুরু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে হেরোইনের কারবারের মাধ্যমে যে সমস্ত সম্পত্তি অর্জন করেছিল সেইগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ীই অভিযান হয়, জমি এবং সংলগ্ন বাড়ি ‘ফ্রিজ’ করা হয়। বাড়ির সামনে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। পরিবারকেও নোটিশ দেওয়া হয়েছে। জায়গার দাম প্রায় সাড়ে সাত লক্ষ টাকা। বিল্ডিং এর ‘প্রপার্টি ভ্যালু’ প্রায় ১ কোটি টাকা।

Lalgola News মাদক পাচার, মাদকের কারবারের বিরুদ্ধে সাবধান করে দিয়ে এসডিপিও এদিন বলেন, “লালগোলাকে হেরোইন এবং মাদক পাচার মুক্ত করার জন্য পুলিশ ক্রমাগত অভিযান চালাচ্ছে। হেরোইনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী কারাদণ্ডতেই থেমে থাকব না। এই সমস্ত নিষিদ্ধ দ্রব্য ব্যবসার মাধ্যমে যে সব সম্পত্তি তারা অর্জন করছে, সে জমি হতে পারে, বিল্ডিং হতে পারে- যেকোন প্রপার্টি আমরা ‘ফ্রিজ’ করব।”














