Lalgola News লালগোলার বিডিও-র সরকারি আবাসনে রাতের অন্ধকারে ইট মারার অভিযোগে ধৃত দুজনের জামিন হয়ে গেল। ধৃতদের পুলিশ হেফাজতেও চাওয়া হয়নি। খোদ বিডিওর- সরকারি আবাসনে হামলার অভিযোগের পর ধৃত দুজনই বেকসুর খালাস হয়ে যাওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে প্রশাসনের অন্দরে।
Lalgola News বুধবার মধ্যরাতে ( ৪ ঠা সেপ্টেম্বর) লালগোলার বিডিওর আবাসনে হামলা চালানো হয় বলে অভিযোগ।
Lalgola News অভিযোগ, দুষ্কৃতীরা ইট ছোড়ে বাংলো লক্ষ্য করে। গেটে ধাক্কা মারে। গামছা দিয়ে মুখ ঢেকে চালানো হয় তাণ্ডব। সিসি ক্যামেরায় সবটাই ধরা পড়ে। লালগোলা থানায় বিডিওর অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর। তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম কামিরুল ইসলাম ওরফে বাবু ও সেসোমায়েউদ্দিন ওরফে সেসম। দুজনেই লালগোলা থানার বিলবোরাকোবরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। দুজনেই এই ঘটনার সঙ্গে নিজেদের যোগ স্বীকার করে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছিল। শনিবার ধৃতদের লালবাগ কোর্টে পেশ করা হলে জামিন হয় ধৃত দুজনের।
Lalgola News লালগোলায় বিডিও-র আবাসনে রাতের অন্ধকারে ইট মারার অভিযোগে ধৃত দুজনের জামিন হয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে একাধিক। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতেও চাইল না কেন? তাহলে বিডিও-র এফআইআর কি লঘু করে দেখছে পুলিশ? চাপানউতোর তুঙ্গে।