Lalgola News লালগোলায় আবারও গ্রেপ্তার চার বাংলাদেশি অনুপ্রবেশকারী। এর সাথে এই চারজনকে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে লালগোলার এক বাসিন্দারা।
Lalgola News পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে লালগোলার তারানগরে অভিযান চালায় লালগোলা থানার পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় চার বাংলাদেশিকে। তাঁদের কাছে ছিল না কোন বৈধ কাগজপত্র। ধৃত মহম্মদ রফিক , মহম্মদ আলামিন, জাহাঙ্গির শেখ ও রাহুল শেখ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। বাংলাদেশিদের অবৈধ ভাবে ভারতে ঢুকতে সহায়তা করার লালগোলার বাসিন্দা হক সাহেব শেখ নাকে এক ভারতীয়কেও গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ধৃতদের লালবাগ কোর্টে পাঠায় পুলিশ।

Lalgola News উলেখ্য এর আগে গত বুধবার মুর্শিদাবাদ জেলায় ১ রাতে গ্রেফতার হয়েছিল ৬ বাংলাদেশি নাগরিক।
রানিনগর থানার পুলিশ ৪ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। ডোমকল থানার পুলিশ গ্রেফতার করে বাংলাদেশের ২ নাগরিককে।














