Lalgola News বাড়িতেই চলছিল হেরোইনের কারবার। এই অভিযোগে মুর্শিদাবাদের লালগোলায় নিচুতলা এলাকায় বাড়ি থেকে গ্রেফতার ৩ জন। এর মধ্যে রয়েছে দুই মহিলা। যদিও পলাতক বাড়ির মালিক। গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার সকালে ভগবানগোলার এসডিপিও-র নেতৃত্বে লালগোলায় নিচুতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালার লালগোলা থানার পুলিশ। সেই সময় বাড়িতে ছিলেন না বাড়ির মালিক তারিক আজিজ। বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩২৫ গ্রাম হেরোইন। ঘটনায় গ্রেফতার করা হয় বাড়ির মালিকের স্ত্রী নীরা বিবি, তাঁর জা মর্জিনা খাতুন ও ক্রেতা সাহিদ আনোয়ারকে।
Lalgola News ভগবানগোলার এসডিপিও বিমান হালদার জানান, সূত্র মারফৎ খবর মেলে যে বাড়ির মালিক তারিক আজিজ, তাঁর স্ত্রী নীরা বিবি ও তার জা মর্জিনা এদের বাড়িতে হেরোইনের কারবার হয়। খবর পেয়ে রেইড হয়। হাতেনাতে ধরা হয় দুই মহিলাকে। তারিক আজিজ ওরফে কালু পলাতক। যে হেরোইন নিতে এসেছিল সাহির আনোয়ার তাকেও ধরা হয়। আনুমানিক ৩২৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হবে।
Lalgola News ধৃতদের শুক্রবার বহরমপুরে এনডিপিএস কোর্টে পাঠায় লালগোলা থানা। মাদক কারবারের সাথে আর কারা জড়িত তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।