Lalgola News হাড়হিম করা ঘটনায় পুলিশের জালে তিন প্রতিবেশী

Published By: Imagine Desk | Published On:

Lalgola News ২০২৪ এর ২৭ শে নভেম্বর, মুর্শিদাবাদেলালগোলা থানার অন্তর্গত সাগিয়া জগন্নাথপুর এলাকা ঘটেছিল হাড়হিম করা ঘটনা। এই এলাকায় উদ্ধার হয় বছর ১১ র এক নাবালকের দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছিল, ২৬ শে নভেম্বর বাড়ি থেকে খেলতে বেড়িয়ে নিখোঁজ হয়ে যায় সে। বহু খোঁজাখুঁজির পরও কোন সন্ধান পাওয়া যায়নি। পরের দিন নাবালকের নিথর দেহ উদ্ধার হয় তাঁর বাড়ি সংলগ্ন এক পুকুর পাড়ের ঝোপের আড়াল থেকে। এই ঘটনায় লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয় নাবালকের পরিবারের তরফে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অবশেষে চার মাস পর পুলিশের জালে ধরা পড়ল তিন অভিযুক্ত।

Lalgola News নাবালকের রহস্য়জনক ভাবে মৃত্যুর নেপথ্যে কী? জানতে তদন্ত শুরু করে তদন্তকারীরা। সোমবার রাতে  তিন জন প্রতিবেশীকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সুফল কুমার দাস, সঞ্জয় মণ্ডল এবং সুভাষচন্দ্র দাস। প্রাথমিক তদন্তে এই তিনজনের নাম উঠে এসেছে। এই তিনজন নাবালক খুনের ঘটনায় মূল অভিযুক্ত বলেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ধৃতদের মঙ্গলবার সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে লালবাগ কোর্টে পাঠায় লালগোলা থানা। খুনের কারণ কী ছিল? কেন নাবালককে নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল? আসল উদ্দ্যেশ্য কী ছিল? গ্রাম্য বিবাদ নাকি পারিবারিক শত্রুতা? ধৃতদের হেফাজতে নিয়ে রহস্য উদ্ঘাটন করতে মরিয়া পুলিশ। অন্যদিকে মৃতের পরিবারও চাইছে সঠিক তদন্ত, দোষীদের উপযুক্ত শাস্তি।