এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Lalgola News: রাতে বাইকে মর্মান্তিক পরিণতি লালগোলার ২ বন্ধুর

Published on: December 16, 2024
Lalgola News

Lalgola News লালগোলায় জালসা থেকে বাড়ি ফেরার পথে গভীর রাতে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর। আহত হয়েছে আরও দুজন। মৃত ও আহরতা লালগোলার Lalgola ভবানীপুরের বাসিন্দা। জানা গিয়েছে রবিবার সন্ধ্যায় ভবানীপুর থেকে বেশ কয়েকজন বন্ধু মোটর বাইকে নদায়পুরে জালসা শুনতে গিয়েছিলেন।

Lalgola News – আরও পড়ুনঃ লালগোলার খবর- কোন খুশিতে রঙ খেলছেন লালগোলার তৃণমূল কর্মীরা ?

এক বন্ধুকে শ্বশুর বাড়িতে রেখে গভীর রাতে দুটি  মোটর বাইকে বাড়ি ফিরছিল চারজন। ফেরার পথে ভবানীপুরে দুটি বাইক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বাড়ির দেওয়ালে ধাক্কা মারে। এতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় ভবানীপুরের বাসিন্দা রজব আলী ও তাহিরুল হকের। স্থানীয়রা তাদের উদ্ধার করে কৃষ্ণপুর হাসপাতালে Krishnapur Rural Hospital পাঠায়। তাদের সাথে আরও দুই বন্ধুও আহত হয়। দুই বন্ধুর মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now