Lalgola News লালগোলায় বিডিওর বাংলোয় হামলার ঘটনায় অবশেষে গ্রেফতার ২ জন। বিডিওর অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর। তদন্তে নেমে দুই জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম কামিরুল ইসলাম ওরফে বাবু ও সেসোমায়েউদ্দিন ওরফে সেসম। দুজনেই লালগোলা থানার ( Lalgola Police Station) বিলবোরাকোবরা গ্রাম পঞ্চায়েত (Bilborakopra Gram Panchayat ) এলাকার বাসিন্দা। প্রথম জন রাধাকৃষ্ণপুর ও অন্যজন রামনগরের বাসিন্দা। দুজনেই এই ঘটনার সঙ্গে নিজেদের যোগ স্বীকার করেছে। আজ এদের পেশ করা হবে আদালতে।
Lalgola News বুধবার মধ্যরাতে (৪ সেপ্টেম্বর) আক্রান্ত হয় মুর্শিদাবাদের লালগোলার বিডিওর Lalgola BDO আবাসন।
দুষ্কৃতীরা ঢিল ছোঁড়ে বাংলো লক্ষ্য করে । গেটে ধাক্কা মারে । গামছা দিয়ে মুখ ঢেকে চালানো হয় তাণ্ডব। সিসি ক্যামেরায় সবটাই ধরা পড়ে। দেখা যায়, আড়াল থেকে একজন করে সামনে আসছে। ঢিল ছুড়ে ঘুরে চলে যাচ্ছে। প্রশ্ন ওঠে, সাধারণ মানুষ অসহায় হলে বিডিওর কাছে যান। বিডিও-র নিরাপত্তার এই হাল হলে সাধারণ মানুষ কোথায় যাবেন? মধ্যবঙ্গ নিউজের কাছে যে ফুটেজ আসে , তাতে দেখা যাচ্ছে, রাত ১ টা ৪৪ মিনিট নাগাদ মুখে কাপড় বাঁধা অবস্থায় দুষ্কৃতীরা হামলা করছে। বলা যেতে পারে লাগাতার ইট বৃষ্টি। চাঞ্চল্য সৃষ্টি হয় প্রশাসনিক মহলে। অবশেষে সেই ঘটনায় গ্রেফতার হল ২ জন।