Lalgola News মঙ্গলবার সন্ধ্যায় মুর্শিদাবাদ স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী চার বাংলাদেশিকে । বুধবার রাতে মুর্শিদাবাদের লালগোলা থেকে ফের গ্রেফতার ১ বাংলাদেশের নাগরিক। গ্রেফতার ২ এজেন্টও।
Lalgola News কীভাবে গ্রেফতার বাংলাদেশি ?
জানা গিয়েছে, বুধবার মাঝরাতে লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় লালগোলার বিলবোরাকোপরা গ্রাম পঞ্চায়েতের রাধাকৃষ্ণপুর গ্রামে। সেখান থেকে মহম্মদ দুলাল নামের এক যুবককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করতে জানা যায় মহম্মদ দুলাল ভারতের নয়, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
আরও পড়ুনঃ Bangladeshi Arrested মুর্শিদাবাদে বাংলাদেশিদের কাছে জাল আধার ! সুর চড়াল বিজেপি
Lalgola News গ্রেফতার ২ এজেন্ট
রাধাকৃষ্ণপুর গ্রামে ইসমাইল সেখ নামের এক ব্যক্তির বাড়িতে ছিলেন তিনি। দুজনকেই গ্রেফতার করে পুলিশ। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে লালগোলা থানার দুর্লভপুরের বাসিন্দা আকাশ সেখকেও গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে ইসমাইল সেখ এবং আকাশ সেখ দুজনেই দালাল হিসেবে কাজ করে। তাঁদের সাহায্যেই বাংলাদেশের বাসিন্দা মহম্মদ দুলাল ভারতে অবৈধভাবে আশ্রয় নিয়ে ছিল। তিন জনকেই গ্রেফতার করেছে পুলিশ। রুজু হয়েছে এফআইআর। ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতে চেয়ে বৃহস্পতিবার পেশ করা হবে আদালতে।









