মানোয়ারুল ইসলাম, লালগোলাঃ সামনে পোলট্রির ব্যবসা। আসলে চোখে ধুলো দেওয়ার ফন্দি। আড়ালে ভয়ঙ্কর মাদকের কালা কারবার। এবার মুর্শিদাবাদে পুলিশের কাজে ধরা পড়ল হেরোইনের এক কারবারি। গোপন সুত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে লালগোলার নাটাতলা মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় স্থানীয় বাসিন্দা সাজাহান সেখকে। তার কাছ থেকে উদ্ধার হয় ২৭৭ গ্রাম হেরোইন। জানা গিয়েছে, পোল্ট্রির মাংসের দোকান ছিল সাজাহান সেখের। আর তার আড়ালেই চলত হেরোইন বিক্রি। পুলিশের প্রাথমিক অনুমান কাউকে এই হেরোইন বিক্রির জন্যে এসেছিল ধৃত যুবক । ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের হেফাজত চেয়ে এদিন কোর্টে পাঠায় পুলিশ।
পোলট্রি ব্যবসার আড়ালে হেরোইনের কারবার ! লালগোলায় পুলিশের জালে ১
Published By: Madhyabanga News |
Published On:
