এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Lalgola Migrant Worker ওড়িশায় কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি লালগোলার যুবকের

Published on: October 3, 2024
Lalgola Migrant Worker

Lalgola Migrant Worker  মাস খানেক আগেই ওড়িশায় Odisha গিয়েছিলেন। কথা ছিল পুজোয় বাড়ি ফিরবেন। কিন্তু বাড়ি এল নিথর দেহ। ওড়িশায় রাজমিস্ত্রির কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল লালগোলার Lalgola  যুবকের। গত মঙ্গলবার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় বলেই পরিবার সূত্রে জানা যায়।

Lalgola Migrant Worker লালগোলার জগন্নাথপুরের ২৭ বছরের যুবক ইন্দ্রজিৎ দাস ওড়িশায় রাজমিস্ত্রীর কাজে গিয়েছিলেন। বাড়িতে রয়েছেন স্ত্রী, সন্তান, মা, বাবা সকলেই। মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই নেমে আসে শোকের ছায়া। দেহ বাড়ি ফেরার অপেক্ষায় প্রহর গোনে পরিবার সহ গোটা গ্রাম। বৃহস্পতিবার নিথর দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয়রা । শোকের আবহ গ্রাম জুড়ে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now