Lalgola গভীর রাতে Murshidabad এর লালগোলায় হেরোইন পাচারের সময় হাতেনাতে ধরা পড়ল ৪ জন। উদ্ধার করা হয়েছে ৩০৩ গ্রাম হেরোইন। গোপন সুত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে লালগোলার মধুপুর ঈদগাহ সংলগ্ন এলাকায় অভিযান চালায় লালগোলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল সন্দেহভাজন চারজন। প্রথমে আটক করা হয়। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় ৩০৩ গ্রাম হেরোইন।
Lalgola ধৃতরা হলেন সাহিদুল হক (৪৩), কামিরুল আলম (২৯), রাজীব রায় (৩৭) ও মিনারুল ইসলাম (৫১)। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় একটি মোটরবাইক। ধৃতরা সকলেই মাদক কারবারে যুক্ত বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই মাদক কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার চার জনকেই ১০ দিনের পুলিশ হেফাজতে চেয়ে কোর্টে পাঠায় লালগোলা থানা।