Lalgola incident দুর্গা পুজোর দিন কয়েক আগেই চেন্নাই থেকে সাড়ে তিন বছর পর ফেরেন বাড়ি। আধার কার্ড করার কথা ছিল। নভেম্বরের ১৮ তারিখেই আবার কাজে ফিরে যাওয়ার পরিকল্পনাও ছিল। কিন্তু তেমনটা হল না। পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক পরিণতি ঘটল। ভাগীরথীর জলে ডুবে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে খুনের অভিযোগ পরিবারের। জানা গিয়েছে লালগোলার পাহাড়পুরের বাসিন্দা সুশান্ত ঘোষ বুধবার সকালে মৃতদেহ সৎকার করতে আসেন জিয়াগঞ্জ সদর ঘাটে। সেখানেই ভাগীরথীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় সে। দুদিন পর শুক্রবার সাটুই ঘাট থেকে উদ্ধার হয় দেহ। স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু নাকি এর পেছনে অন্য কারন রয়েছে তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। মৃতের ভাই বাপি ঘোষ জানান, সন্দেহের তালিকায় রয়েছেন একজন। যে তার দাদাকে ডেকে নিয়ে যায় শ্মশানে। রহস্যজনক ঘটনায় পরিবার ধোঁয়াশায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
Lalgola incident ভাগীরথীতে স্নানে নেমে মর্মান্তিক পরিণতি পরিযায়ী শ্রমিকের
Published By: Imagine Desk |
Published On: