Lalgola incident মোবাইল হাতে নদী পাড়ে! ভাঙনে পদ্মায় তলিয়ে গেল সিভিক ভলান্টিয়ার

Published By: Imagine Desk | Published On:

Lalgola incident জলস্তর কিছুটা নামতেই ভয়াবহ পদ্মা ভাঙনের কবলে লালগোলার তারানগর গ্রাম। সেই ভয়াবহ ভাঙনের ছবি ক্যামেরা বন্দি করতে গিয়েই ঘটে গেল চরম বিপদ! পদ্মায় তলিয়ে গেল এক সিভিক ভলান্টিয়ার। নিখোঁজের খোঁজে চলছে তল্লাশি। সোমবার রাতভর পদ্মা ভাঙ্গনে দিশেহারা পদ্মা পারের বাসিন্দারা। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়িতে। সোমবার সন্ধ্যা থেকে নতুন করে শুরু হয় তারানগরে ভয়াবহ পদ্মা ভাঙ্গন। সেখানেই নদীপাড়ে ডিউটি করছিলেন লালগোলা থানার সিভিক ভলান্টিয়ার আশিকুল ইসলাম। পদ্মা পাড়ে আচমকাই ধ্বসে পরে মাটি। আর তাতেই নদীতে তলিয়ে যায় ওই সিভিক ভলান্টিয়ার। তার সাথে আরও বেশ কয়েকজন নদীতে তলিয়ে গেলেও তারা কোনরকমে প্রাণে বাঁচে। যদিও ঘটনার চব্বিশ ঘণ্টা পরেও নিখোঁজ ওই সিভিক ভলান্টিয়ার। মঙ্গলবার সকাল থেকে স্পিড বোট করে নিখোঁজের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। ঘটনায় শোকের ছায়া গ্রাম জুড়ে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মহম্মদ রফিকুল আলম জানান, ‘ কর্তব্যরত অবস্থায় অঘটন ঘটে গেল। অত্যন্ত মর্মাহত সকলেই। নিখোঁজ আশিকুল ইসলাম পাশের গ্রাম রাধানগরের বাসিন্দা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিখোঁজ সিভিক ভলান্টিয়ারের পরিবারে।