Lalgola Erosion পদ্মা ভাঙ্গন আতঙ্ক লালগোলায়

Published By: Imagine Desk | Published On:

Lalgola Erosion বর্ষার শেষে ভাঙন আতঙ্ক মুর্শিদাবাদের Murshidabad লালগোলায়। নদী গর্ভে তলিয়ে যাচ্ছে জমি। মুর্শিদাবাদের  লালগোলার তারানগর গ্রামে শুরু হয়েছে ভয়ানক পদ্মা Padma River   ভাঙ্গন। বাগান থেকে কয়েকশো বিঘা চাষের জমি চলে গিয়েছে ভাঙ্গনের কবলে। আস্তে আস্তে সেই পদ্মা ভাঙ্গন গিলতে বসেছে বসত ভিটে। আতঙ্কে ঘর ছাড়ছেন অনেকেই।  গত প্রায় এক সপ্তাহ ধরে ভাঙ্গন শুরু হয়েছে বিলবোড়াকোপরা পঞ্চায়েতের তারানগর গ্রামে। নদী ঘরের কাছে চলে আসায় ইতিমধ্যেই ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছেন নদী পাড়ের  বাসিন্দারা।

Lalgola Erosion একদিকে চলছে বৃষ্টি অন্যদিকে ক্রমেই জলস্তর বাড়ায় ভয়াল হয়েছে পদ্মা। পদ্মা এখনও বসতি থেকে কয়েক মিটার দূরে। রবিবার রাতে ভাঙ্গনের আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে অনেকেই জিনিসপত্র নিয়ে অন্যত্র আশ্রয়ের খোঁজে বেড়িয়েছেন। প্রায় ৫টি পরিবার ছরছাড়া হয়েছেন। ভয়াবহ পদ্মা ভাঙ্গন শুরু হলেও প্রশাসনিক আধিকারিক থেকে জনপ্রতিনিধিদের দেখা না মেলায় ক্ষোভে ফুঁসছেন লালগোলার পদ্মা পারের বাসিন্দারা।