Lalgola BSF সীমান্ত এলাকার ছাত্র ছাত্রী ও বাসিন্দাদের নিয়ে সিভিক অ্যাকশন প্রোগ্রাম বিএসএফের। ১৪৯ ব্যাটেলিয়নের পক্ষ থেকে বুধবার লালগোলার মানিকচক হাইস্কুল ময়দানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করে। সীমান্ত পাহাড়ার পাশাপাশি সীমান্তের ছাত্র ছাত্রীদের উৎসাহ দিতে সিভিক অ্যাকশন প্রোগ্রাম করে থাকে বিএসএফ। এদিন ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। পাশাপাশি খেলাধুলোর সামগ্রীও বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশ নেন বিএসএফের ডিআইজি অনিল কুমার সিংহ সহ অন্যান্য আধিকারিকেরা।