Lalgola BSF সীমান্তের গ্রামে সিভিক অ্যাকশন প্রোগ্রামে জনসংযোগ BSF এর

Published By: Imagine Desk | Published On:

Lalgola BSF  শুধু সীমান্তে প্রহরা নয়! সীমান্তের গ্রামের মানুষদের পাশেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ সীমান্ত রক্ষা বাহিনীর। মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ India- Bangladesh Border সীমান্তের লালগোলার পণ্ডিতপুরের ময়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে এলেন বিএসএফের ডিআইজি তরুণ কুমার গৌতম। বিএসএফের সিভিক অ্যাকশন পোগ্রামের অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকার স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে পড়াশোনার ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম যেমন স্কুল কিটস ও খেলাধুলোর ক্ষেত্রেও বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হল বিএসএফের ১১৫ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে।

শুক্রবার দুপুরে বিএসএফের ১১৫ নম্বর ব্যাটেলিয়নের আয়োজন এই অনুষ্ঠানে বিএসএফের ডিআইজি তরুণ কুমার গৌতম সহ বিএসএফের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। প্রাথমিক স্কুলের ছাত্র ছাত্রীদের সাথে সময় কাটানোর পাশাপাশি তাদের হাতে স্কুল কিটস ও খেলাধুলোর সরঞ্জাম তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। একই সাথে হয় ডগ শো। কীভাবে বিএসএফ দেশবাসীর সেবায় নিয়োজিত সেই বিষয়েও বক্তব্য রাখেন আধিকারিকরা। স্কুলের পড়ুয়ারাও এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। শীতের দুপুরে পড়াশোনার বাইরে এক অন্যরকম গঠনমূলক শিক্ষার অংশীদার হয় নতুন প্রজন্ম।

Lalgola BSF বিএসএফ এর ডিআইজি তরুণ কুমার গৌতম বলেন, ” বিএসএফ এই ধরনের সিভিক অ্যাকশন প্রোগ্রাম করে থাকে। সীমান্তের গ্রামবাসীদের মনোরঞ্জন এবং স্কুল পড়ুয়াদের জন্য প্রয়োজনীয় পড়াশোনার সামগ্রী দেওয়া হয়। আজ হল ময়া পণ্ডিতপুর গ্রামে। ১১৫ নম্বর ব্যাটেলিয়ন এই অনুষ্ঠানের আয়োজন করেছে যা অত্যন্ত প্রশংসনীয়।” অনুষ্ঠান ঘিরে এদিন উৎসবের চেহারা নেয় গোটা গ্রাম। পড়ুয়াদের সাথে উৎসাহী অভিভাবক এবং গ্রামবাসীদেরও ভিড় থাকে স্কুল চত্বরে।