Lalgola Book Fair 2026 মুর্শিদাবাদের লালগোলায় শুরু হল বইমেলা। মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে ও লালগোলা বইমেলা কমিটি আয়োজিত ১২ তম লালগোলা বইমেলা ও পুষ্প প্রদর্শনীর সূচনা হল বৃহস্পতিবার। লালগোলা এম এন একাডেমী ময়দানে মেলার উদ্বোধন করেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ। ফিতে কেটে, ঘণ্টা বাজিয়ে মেলার সূচনা করেন। বইমেলায় স্টল ঘুরে বইও কেনেন পুলিশ সুপার। ছিলেন অন্যান্য পুলিশ কর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আয়োজকরা। উদ্বোধনী মঞ্চ থেকেই বই পড়ার কী গুরুত্ব, বোঝান পুলিশ সুপার। ২২ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি চলবে বইমেলা। এবছরও থাকছে বই, বইয়ের জন্য হাঁটা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা।

Lalgola Book Fair 2026 লালগোলায় শুরু বইমেলা
Lalgola Book Fair 2026 বইমেলার উদ্বোধনে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, বই হল আমাদের বন্ধু। বই পড়লেই জীবনে সাফল্য আসবে। জ্ঞ্যানের ভাণ্ডার বাড়বে, যুক্তি-তর্ক দিয়ে বোঝার ক্ষমতা বাড়বে। নতুন প্রজন্ম বই হাতে তুলে নিক, বিভিন্ন ধরনের বই পড়ুক। বই পড়ার অভ্যাস বজায় থাকুক চিরকাল।

Lalgola Book Fair 2026 জেলা সদর বহরমপুর থেকে কয়েক কিমি দূরে লালগোলা। উল্টো দিকে কয়েক ধাপ দূরের কাঁটাতারের বেড়া টপকালে বা পদ্মানদীর জলসীমান্ত অতিক্রম করলেই বাংলাদেশ। এই ভৌগলিক অবস্থানের কারণেই সীমান্ত শহর লালোগালার সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছিল হেরোইন পাচারের আন্তর্জাতিক ‘ট্রানজিট পয়েন্ট’ এর তকমা। অস্বস্তিকর সেই তকমা ঝেড়ে ফেলতেই আজ ঠেকে ১১ বছর আগে শুরু হয়েছিল লালগোলা বইমেলা। বই পড়ার নেশায় আসক্ত হওয়ার ইচ্ছে থেকেই বইমেলা আজ ১২ বছরে পা দিল। এভাবেই বইকে সাথে নিয়েই সামাজিক উন্নতি, অগ্রগতির জন্য লালগোলা বইমেলা চান বইপ্রেমীরা।











