Lalgola Bangladeshi চুপিসারে মুর্শিদাবাদে ঘাঁটি! চার বাংলাদেশি গ্রেপ্তারে রহস্য ঘনাচ্ছে লালগোলায়

Published By: Imagine Desk | Published On:

Lalgola Bangladeshi কাছে নেই কোন বৈধ কাগজপত্র, অথচ বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ! চার সন্দেহভাজনকে জেরা করতেই সামনে এল আসল ঘটনা। মুর্শিদাবাদের ভারত- বাংলাদেশ সীমান্ত লাগোয়া লালগোলা থেকে পুলিশের জালে চার বাংলাদেশি। বুধবার ধৃতদের হেফাজতে চেয়ে লালবাগ কোর্টে পাঠায় লালগোলা থানার পুলিশ।

 Lalgola Bangladeshi পুলিশ সূত্রে কী জানা যায়?

Lalgola Bangladeshi মঙ্গলবার রাতে লালগোলার ভবানীপুর মোড়ে চারজনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। চারজনকে প্রথমে আটক করা হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। কথাবার্তায় অসঙ্গতি দেখে সন্দেহ সত্যি হয়। বৈধ কোন কাগজপত্র না থাকায় ঘটনাস্থল থেকেই লালগোলা থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।

Lalgola Bangladeshi  কবে থেকে মুর্শিদাবাদে?

Lalgola Bangladeshi  ধৃত খাইরুল ও ময়েন আলি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগারী থানা এলাকার বাসিন্দা এবং আসাদুল সেখ ও এমদাদুল সেখ বাংলাদেশের চাপাইনবাবগঞ্জের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা কয়েক বছর ধরেই এদেশে ছিল। ভিন রাজ্যে কাজও করতো, বাংলাদেশে ফেরার জন্য তারা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল! প্রশ্ন হচ্ছে- চুপিসারে কীভাবে চারজন বাংলাদেশি ভারতে ঢুকেছিল? কবে থেকে আস্তানা ছিল? কোথায় থাকত? কী পরিচয়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করত?  ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে লালগোলা থানার পুলিশ।