Lalgola accident সাত সকালে ঘটে গেল দুর্ঘটনা! লালগোলার যশইতলা আমতলা এলাকায় বাইকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর। সাইকেলে করে মাছ কিনতে যাচ্ছিলেন বাজারে। জানা গিয়েছে, সাইকেল আরোহী লালগোলার বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা। মাইনুল হক নামে ওই প্রৌঢ় গ্রামে গ্রামে গিয়ে মাছ বিক্রি করতেন। প্রতিদিনের মতো সোমবার সকালেও বাজারে মাছ কিনতেই যাচ্ছিলেন। পথে রাস্তার পাশে সাইকেল নিয়ে দাঁড়ানোর সময় দ্রুত গতির বাইক তাকে ধাক্কা দেয় বলে দাবী পরিবারের। আহত বাইকে থাকা যুবক ও মাছ ব্যবসায়ী। স্থানীয়রা তাদের উদ্ধার করে কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে গেলে মাইনুল হককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাইক চালক ঐ যুবক ঘটনাস্থল থেকে চম্পট দেয়। মৃতের দাদা জানান, গাড়ির গতিবেগ বেশি ছিল। মুহূর্তের মধ্যে গতিতে থাকা বাইক ধাক্কা দেয়।
ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মাছ ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।
Lalgola accident সাত সকালে দুর্ঘটনা লালগোলায়! প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
By Imagine Desk
Published on: October 21, 2024













