Lalgola: লালগোলায় ডেঙ্গি , এবার রক্ত পরীক্ষায় জোর

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বিভিন্ন জায়গার পাশাপাশি ক্রমেই ডেঙ্গির উদ্বেগ বাড়ছে লালগোলায়। ইতিমধ্যে বহু মানুষ এই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। অনেকের চিকিৎসা চলছে হাসপাতালে, অনেক আবার বাড়িতেও চিকিৎসাধীন আছেন। অনেকেই প্রতিদিন ডেঙ্গির উপসর্গ নিয়ে আসছেন। লালগোলা ব্লক ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চলছে ডেঙ্গির রক্ত ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। মঙ্গলবার লালগোলা এমএন একাডেমীতে রক্তের নমুনা পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শুধু রক্ত পরীক্ষা নয় তার সাথে মানুষকে আরও সচেতন হওয়ার বার্তা দিলেন স্বাস্থ্য আধিকারিকেরা। ব্লক স্বাস্থ্য আধিকারিকের দাবি ইতিমধ্যেই লালগোলা ব্লকে প্রায় ১৮৪ জনের শরীরে মিলেছে ডেঙ্গি। মানুষকে আরও সচেতন হবে হবে, জর বা ডেঙ্গির কোন অপসর্গ হলেই হাসপাতালে যাওয়া উচিৎ।